সকালে ব্যালট পাঠানোর চিন্তা ইসির

নিজস্ব প্রতিবেদক
০৭ অগাস্ট ২০২৩

ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কোনো চিন্তা-ভাবনা নেই

দায়িত্ব নেওয়ার পর বর্তমান নির্বাচন কমিশন (ইসি) যোগাযোগ ব্যবস্থার ভিত্তিতে ভোটকেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠিয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে সকালেই ব্যালট পাঠানোর চিন্তা করছে তারা। তবে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কোনো চিন্তা-ভাবনা নেই ইসির। এসব কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তাছাড়া সব দল নির্বাচনে অংশ নিলে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে তারাই শৃঙ্খলা রক্ষায় একটা ভূমিকা নেয় বলে মনে করছে তারা।

রোববার ( আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন পরিকল্পনার কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, জাতীয় নির্বাচন এবারও ব্যালটেই হবে। যেসব কেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব, সেগুলোকে চিহ্নিত করা হবে। যেখানে সকালে পাঠানো সম্ভব নয় সেখানে বিশেষ ব্যবস্থায় রাতে ব্যালট পেপার পাঠানো হবে।

এ কমিশনার জানান, নির্বাচনে ব্যালটের অপব্যবহার ঠেকাতে ইসির কিছু কৌশল আছে। সেগুলো প্রয়োগের চেষ্টা করা হবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো প্রসঙ্গে মো. আলমগীর বলেন, ৩০০ আসনে চার লাখ ভোটকেন্দ্র থাকে। সেখানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে হয়তো। এতো কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়ে পর্যব্ষেণ করা কঠিন। সে ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা... আইনশৃঙ্খলা বাহিনীর বেশি সদস্য মোতায়েন থাকবে।

ইসির এ কমিশনার মনে করেন, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে এমনিতেই একটা ভারসাম্য থাকে। কারণ, তারা জানে- নির্বাচনে কোনও পরিস্থিতির অবনতি বা ভণ্ডুল পরিস্থিতির সৃষ্টি হলে তারাই ক্ষতিগ্রস্ত হবে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর