দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। ক’দিন বাদেই ভারতে বসতে যাচ্ছে এবারের
আসর। বিশ্বকাপ নিয়ে এখনই শুরু হয়ে গেছে আলোচনা। সাবেক অনেক খেলোয়াড় বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী
করা শুরু করেছেন। এবার এ দলে নাম লেখালেন ২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক
ইয়ন মরগান। তিনি চারটি দলকে বেছে নিয়েছেন।
জানিয়েছেন, কোন চার দল তার চোখে সেমিতে খেলবে। সাবেক ইংলিশ অধিনায়ক সেমিফাইনালের
জন্য বেছে নিয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্বাগতিক ভারতকে। সম্প্রতি উইঅনকে
দেয়া এক সাক্ষাৎকারে মরগান এসব কথা বলেন।
মরগান বলেন, 'আমার কোনো সন্দেহ নেই ইংল্যান্ড ও ভারত সেমিফাইনাল খেলবে।
এর বাইরে শিরোপা জেতার মতো দলের ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে শক্ত প্রতিপক্ষ
বলব। বড় প্রতিযোগিতায় এ দুই দল সবসময় দারুণ প্রতিপক্ষ।'
মরগান আরও বলেন, 'তাদের (অস্ট্রেলিয়া ও পাকিস্তান) কাজ করার মতো অনেক প্রতিভা
রয়েছে। ভারতে ওয়ানডে ম্যাচ খেলতে হলে আপনাকে সবদিক থেকে পরিপূরণ হতে হবে।'
৫ অক্টোবর বিশ্বকাপের পর্দা নামছে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে গত বিশ্বকাপের
ফাইনালিস্ট দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
আরআই