এসএসসি পাসে মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৬৯ হাজার

রবি
০৭ অগাস্ট ২০২৩

ঢাকায় মার্কিন দূতাবাসে এসএসসি পাস শিক্ষাকতা যোগ্যতায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

 

পদের নাম অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্ক। এ পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে। সেই সাথে মার্কিন মিশন, আন্তর্জাতিক সংস্থা বা কোনো ট্রাভেল এজেন্সিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা ও গ্রাহক সেবা ও ভ্রমণ পরিকল্পনার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও কাজের ক্ষেত্রে অবশ্যই সাবলীল হতে হবে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।

 

সপ্তাহে কাজ করতে হবে ৪০ ঘণ্টা।

 

মাসিক বেতন ৬৯,০০০ টাকা। সেই সাথে সপ্তাহে দুই দিন ছুটিসহ মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

 

প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া লিংকে ঢুকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলী ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

 

আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ১৯ আগস্ট ২০২৩ পর্যন্ত।


মন্তব্য
জেলার খবর