গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯১২ জনের। সুস্থ হয়েছেন এক হাজার ২২৯ জন । ৫ দশমিক ১৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবারে (৯ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৫২ হাজার ৮৭ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৪৮৯ জন। সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫ হাজার ৩৪৯ জন। এখন পর্যন্ত ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৩ দশমিক ২০ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৯৭৩টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৭৭৫টি। মৃতদের মধ্যে ১৩ জনই পুরুষ। বিভাগভিত্তিক ঢাকায় ১০ জন, চট্টগ্রামে একজন, বরিশালে একজন এবং রংপুরে একজন মারা গেছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।
এমকে