বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার
মানহানির মামলা করেছেন আশরাফুল আলম (হিরো আলম)। সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
কোর্ট মামলা করেন হিরো আলম। তার মামলার প্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের
দায়িত্বে দিয়েছেন আদালত।
এদিন সাড়ে ১১টার দিকে আদালতে যান হিরো আলম। হিরো আলমের আদালতে আসার খবর
শুনে আদালত প্রাঙ্গণে বিএনপির কিছু নেতাকর্মী তার সাথে দেখা করার জন্য অবস্থান করেন।
আদালত চত্বরে অবস্থান নেয়া বিএনপির এক নারী কর্মী বলেন, ‘সে মামলা করতে
আসবে আর আমরা কি করবো? আমরা কি হাতে মেহেদী লাগিয়ে বসে আছি।’ ওই নারী আরো বলেন, আমরা
ওরে ছাড়বো না। দেখি ও কতক্ষণে এখানে আসে। ও আসুক। আমরা ওর জন্য রেডি আছি।
পরে পুলিশের পাহারায় আদালতে প্রবেশ করেন হিরো আলম এবং সম্মানহানির জন্য
রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন।
মামলা করার বিষয়ে হিরো আলম বলেন, ‘তিনি (রিজভী) আমাকে পাগল এবং অশিক্ষিত
বলেছেন, কিন্তু সংবিধানে লেখা আছে একজন পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেয়া হয় না।
আমি তো এমন কিছু পাইনি যে, হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। আমাকে পাগল কেন বলবে? অশিক্ষিত
কেন বলবে? সারা পৃথিবীর মধ্যে আমাকে অবমাননা করে কথা বলেছেন।’
আরআই