যেকোনো
উৎসব বা পার্টিতে নিজেকে
সুন্দর ও আকর্ষণীয় করতে
মেয়েরা প্রায়ই নখে নেইল পলিশ দিয়ে থাকে। পোশাকের সঙ্গে মিল রেখে বিভিন্ন সময় নেইল পলিশ লাগাতে গিয়ে বারবার রিমুভার ব্যবহার করে নখের বারোটা বাজান অনেকেই।
আপনার
নখ ভালো রাখতে নেইল পলিশ তুলতে দোকানের কেমিক্যালযুক্ত রিমুভার ব্যবহার না করে প্রাকৃতিক
রিমুভার ব্যবহার করুন। ঘরে থাকা প্রাকৃতিক উপাদান হলো, লেবুর রস আর ভিনেগার।
এ দুটো মিশিয়ে তাতে আঙুল ডুবিয়ে রাখুন। এভাবে কিছুক্ষণ নখ ডুবিয়ে রেখে
তুলা দিয়ে ঘষলে দেখবেন নেইল পলিশ নিজে থেকেই নখ থেকে উঠে
আসছে। এভাবে আপনার আঙুল ও নখ দুটোই
ভালো থাকবে।
প্রাকৃতিক
উপাদান ছাড়াও কিছু ঘরোয়া উপাদান দিয়েও তোলা যায় নেইল পলিশ। যদি রিমুভার না থাকে তবে
ঘরে থাকা স্যানিটাইজার দিয়ে আপনি নেইল পলিশ তুলতে পারেন। এই পদ্ধতি কেমিক্যাল
রিমুভারের তুলনায় অনেক ভালো। প্রথমে তুলায় কয়েক ফোঁটা স্যানিটাইজার ঢেলে নখের ওপর ঘষলেই দেখবেন মুহূর্তেই উঠে গেছে নেইল পলিশ।
এছাড়া
নখের ওপর টুথপেস্ট লাগিয়েও নেইল পলিশ উঠানো যায়। এর জন্য আপনাকে
নখের ওপর কিছুক্ষণ টুথপেস্ট রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। টুথপেস্ট শুকিয়ে যাওয়ার আগেই তুলা দিয়ে ঘষে তুলে ফেলুন। দেখবেন নেইল পলিশ নেই।
আবার
হেয়ার স্প্রে অথবা ডিওড্র্যান্ট দিয়েও এই কাজটি করা
যায়।
সূত্র:
আনন্দবাজার পত্রিকা