পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শূল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় দুই হাজার কেজি চাপাতাসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময় পিকআপ চালক আব্দুল মাজেদকে আটক করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) সকালে ভজনপুর বাজার সংলগ্ন মহাসড়ক থেকে চাপাতাসহ একটি পিকআপ ও আব্দুল মাজেদকে আটক করা হয়। মাজেদ জগদল এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার সুরমা এন্ড পূর্ণিমা টি কারখানা থেকে ৪০ বস্তা চাপাতা নিয়ে পিকআপটি (রংপুর-ন, ১১-১৬১১) পঞ্চগড়ে যাচ্ছিল। খবর পেয়ে ভজনপুর বাজার সংলগ্ন এলাকায় চেকপোস্ট থেকে ওই চাপাতাসহ পিকআপ জব্দ ও পিকআপের চালককে আটক করা হয়।
জব্দ করা চাপাতা সুরমা এন্ড পূর্ণিমা টি কারখানার নয় বলে দাবি কারখানাটির প্রোপাইটর শেখ ফরিদের। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি/ সম্রাট হোসাইন/সি/এমকে
পঞ্চগড়।