বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার
মানহানির মামলা করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। মামলা করার পর রিজভীকে মাফ করে দেওয়ার
আহ্বান জানিয়েছেন তিনি। হিরো আলম বলেন, ‘রিজভী আমার বাপের বয়সি, তাকে মাফ করে দেয়া
হোক।’ অন্যদের সতর্ক করতেই মামলাটি করেছেন বলেও জানান হিরো আলম।
এর আগে দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে রিজভীর
বিরুদ্ধে মামলা করেন তিনি। আইনজীবী মুনসুর আলী রিপনের মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন তিনি। আবেদনে চারজনকে সাক্ষী হিসেবে দেখানো
হয়েছে। মামলায় দণ্ডবিধির ৫০৬/৫০১/৫০৬ ধারার অভিযোগ আনা হয়েছে।
এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ
দিয়েছেন এবং ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
এজলাস থেকে বেরিয়ে হিরো আলম বলেন, ‘রিজভী আমার বাপের বয়সি, তাকে মাফ করে
দেয়া হোক। মানুষ মাত্রই ভুল করে। এ জন্য আমি মামলা করতে চাইনি। তবে ভবিষ্যতে যেন আওয়ামী
লীগ-বিএনপির কোনো লোক আমাকে নিয়ে বকাবকি করে কথাবার্তা না বলে, তাই আমি আদালতে এসেছি।
ভবিষ্যতে আমাকে গালিগালাজ করলে আমি কাউকেই ছাড় দেব না।’
প্রসঙ্গত, শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী তার বক্তব্যে
বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত লোক নির্বাচনে অংশ নিয়েছে।’ এ বক্তব্যে
মানহানি হয়েছে বলে দাবি হিরো আলমের।
আরআই