নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবনী রায় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ আগস্ট (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে গৃহহীন-ভুমিহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। বিষয়টি অবহিত করতেই সংবাদ সম্মেলন ডাকা হয়ছে।
সোমবার (৭ আগষ্ট) বিকাল ৪ টার দিকে তাঁর কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলন জানানো হয়, সারাদেশে গৃহহীন-ভুমিহীন ২২ হাজার ১০১ টি পরিবারের মাঝে জমির দলিলসহ আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করা হবে ৯ আগস্ট। এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলার ৩৫৯টি, নলডাঙায় ১০৮ টি ও সদর উপজেলায় ১০০টি পরিবার রয়েছে।
ইউএনও আরো জানান, কয়েক দফায় গুরুদাসপুরে ৫০৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমির দলিলসহ ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ২২ মার্চ এ উপজেলাকে ভুমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণঅ করা হয়েছে। আর নাটোর জেলাকে ভুমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করতে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে