ডিজিটাল নিরাপত্তা আইনে বিদ্যমান জামিন ও সাজার বিষয়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে সাইবার নিরাপত্তা আইনে। সোমবার (৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক সাইবার নিরাপত্তা আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল নিরাপত্তা আইনটি স্থগিত করে সাইবার নিরাপত্তা আইন দিয়ে সেটি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত হয়।
আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন-অযোগ্য অপরাধকে সাইবার নিরাপত্তা আইনে জামিনযোগ্য করা হয়েছে। মানহানির অপরাধে কারাদণ্ডের বদলে সাজা কেবল জরিমানা করা হয়েছে।
মন্ত্রী আনিসুল হক জানান, সাইবার নিরাপত্তা নিশ্চিতের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা ধারা সাইবার নিরাপত্তা আইনেও অক্ষত রাখা হয়েছে। কোনো পরিবর্তন আনা হয়নি।
আইনটি এখন যাচাই ও মতামতের জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী আনিসুল হক আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক অপরাধ দ্বিতীয়বার করলে সাজা প্রথম অপরাধের চেয়ে দ্বিগুণ বা অনেক বেশির বিধান ছিল। কিন্তু সাইবার নিরাপত্তা আইনে একই অপরাধ দ্বিতীয়বার করলেও সাজা প্রথম অপরাধের মতো একই থাকবে।
বিডি/এন/সি