সিলেটে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় আরও একজন আটক

সিলেট প্রতিনিধি
০৭ অগাস্ট ২০২৩

সিলেট নগরের ধানুহাটারপাড়াস্থ এলাকায় ৪৫টি কোরআন শরীফ পুড়ানোর ঘটনায় ইসহাক নামে আরও একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকালে যৌথভাবে অভিযান চালিয়ে সিলেট মহানগরীর টুকেরবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ র‌্যাব। এ নিয়ে অভিযুক্ত তিনজনকেই আইনের আওতায় আনা হয়েছে।

ইসহাক সিলেট বেতারের ক্বারী সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের খন্ডকালীন শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী বিষয় প্রক্রিয়াধীন।

এর আগে সিলেটের আখালিয়ায় পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় নুরুর রহমান মাহবুবুল আলম নামের ২ জনকে আটক করা হয়। বোববার রাতে ১০টার দিকে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর সময় তাদেরকে ধরে গণধোলাই দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

তার আগে রোববার ( আগস্ট) বিকালে সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান নুরুর রহমানের কাছে জালালাবাদ থানাধীন ফতেহপুর মাদ্রাসার শিক্ষক ইসহাক কার্টুন বস্তা ভর্তি কোরআন শরীফ দিয়ে যান। পরে রাত ১০টার দিকে নুরুর রহমান একই প্রতিষ্ঠানের শিক্ষক মাহবুবুল আলম পার্শ্ববতী দোকান থেকে কেরোসিন এনে ৪৫টি কোরআন শরীফে আগুন ধরিয়ে দেন।

 

বিডি/ সাকিব আল মামুন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর