null
দেশের কোথাও কোথাও দু’-তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। এ অবস্থা ৯ আগস্ট পর্যন্ত চলতে পারে। বৃষ্টি ছাড়াও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া পূর্বভাসে এ কথা বলা হয়েছে। মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় থাকায় দেশে বৃষ্টি হচ্ছে।
এদিকে বৈরী আবহাওয়ায় সমুদ্রবন্দরের জন্য দেওয়া ৩ নম্বর এবং নদীবন্দরের জন্য দেওয়া ১ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই সাগরে অবস্থানরত জেলেদের মাছ ধরার নৌযান নিয়ে সাগরপাড়ের কাছাকাছি সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
ওদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বিভাগগুলোর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বৃষ্টির সময় দমকা হাওয়াও বইতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতে সামান্য হ্রাস পেতে পারে।
বিডি/এন/এমকে