দেশের মধ্যাঞ্চল এবং উজানে ভারী বৃষ্টির কারণে নদনদীর পানি বাড়তে শুরু করেছে। পানি প্রবাহের মাত্রার ১০৯টি স্টেশনের মধ্যে পানি বেড়েছে ৬৯টি স্টেশনে, কমেছে ৩৮টিতে আর অপরিবর্তিত আছে ২টিতে। বিপদসীমার ওপরে উঠেছে ৫টি স্টেশনের পানি।
এদিকে দেশের কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান জেলার নিম্নাঞ্চলে ইতোমধ্যেই বন্যা দেখা দিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর শাখা ও উপনদীগুলোসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা-পদ্মার সঙ্গে সংযুক্ত সব নদীর পানি স্থিতিশীল থাকলেও মুহুরী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপরে উঠতে শুরু করেছে।
ওদিকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এ সময়ে ভারী বৃষ্টি হলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদনদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। তাছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা ও উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে এ অঞ্চলের প্রধান সব নদী- যেমন মুহুরী, ফেনী, হালদা, কর্ণফলী, সাঙ্গু এবং মাতামুহুরীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।
বিডি/এন/এমকে