মন্তব্য
null
এক সপ্তাহের ব্যবধানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গ্রস হিসাবে ৫ কোটি ডলার আর নিট হিসাবে ১ কোটি ডলার কমেছে।
রিজার্ভ কমার কারণ, বকেয়া ঋণ পরিশোধ ও আমদানি দেনা মেটানোয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে রিজার্ভ থেকে ডলার দিতে হচ্ছে। তাছাড়া জুনের তুলনায় জুলাইয়ে রফতানি আয় ও রেমিট্যান্স কমেছে। এতে চাপ বেড়েছে রিজার্ভের ওপর।
বৃহস্পতিবার (৩ আগস্ট) গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৯৬৪ কোটি ডলার। তার আগে গত ২৬ জুলাই রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৯৬৯ কোটি ডলার। গেল জুলাই মাসে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। অথচ জুনে এর পরিমাণ ছিল ২২০ কোটি ডলার।
বিডি/ই/এমকে