সূচকের মিশ্র প্রবণতায় আগের দিনের তুলনায় মঙ্গলবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২১ কোটি টাকার বেশি লেনদেন বেড়েছে।বেড়েছে বাজার মূলধনের পরিমাণও।শেয়ার লেনদেন হয়েছে ৩৫৯ কোম্পানির।
এসব কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৫৭টির এবং বাকি ১২২টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। লেনদেন হয় এক হাজার ৪৩ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সোমবার এই লেনদেনের পরিমাণ ছিল ৭২১ কোটি ৫১ লাখ সাত হাজার টাকা।সেই হিসাবে লেনদেন বেড়েছে ৩২১ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকা। ২৪ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৬৯টি শেয়ার এক লাখ ৭৯ হাজার ৮৬৭ বার হাতবদল হয়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের চিত্র ছিল।
প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৯১ দশমিক ৩৮ পয়েন্টে পৌঁছায়, ডিএসইএস সূচক শূন্য দশমিক ৯২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৬ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে, আর ডিএস৩০ সূচক দুই দশমিক ৫৭ পয়েন্ট কমে দুই হাজার ১৬৫ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন দুই হাজার ৮৮ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার টাকা বেড়ে দাঁড়ায় চার লাখ ৮৫ হাজার ৯৮৬ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ৫০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল লুবরেফ বাংলাদেশ লিমিটেড।
এমকে