জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা
মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ। সহধর্মিনী হিসেবে বঙ্গবন্ধুর ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিটি
সংগ্রামে তার পাশে থেকে জুগিয়েছেন নিরন্তর সাহস ও অনুপ্রেরণা। পাশাপাশি কিছু দারুণ
গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তিনি সুযোগ্য পরামর্শও দিয়েছিলেন শেখ মুজিবকে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার
টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক
ও মায়ের নাম হোসনে আরা বেগম। ১ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
বঙ্গবন্ধু তার জীবনের লম্বা একটা সময় পার করেছেন কারাগারে। তার অবর্তমানে
মামলা পরিচালনার ব্যবস্থা করা, দলকে সংগঠিত রাখা এবং আন্দোলন পরিচালনাসহ প্রতিটি কাজে
অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন বেগম মুজিব।
দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন নানা কর্মসূচির
মধ্য দিয়ে দিনটি পালন করবে। ২০২১ সাল থেকে ৮ আগস্টকে ‘বঙ্গমাতা জাতীয় দিবস’ হিসেবে সরকারিভাবে
পালন করা হচ্ছে। এবারও যথাযোগ্য মর্যাদায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি
উদযাপন করা হবে। আটটি ক্ষেত্রে অবদান রাখার জন্য ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব
পদক-২০২৩’ প্রদান করা হবে।
মঙ্গলবার (৮ আগস্ট) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক
তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি যথাযথ মর্যাদায় পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগও। মঙ্গলবার সকাল
৮টায় বনানী কবরস্থানে শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কোরআনখানি,
মিলাদ ও দোয়া মাহফিল করবে দলটি। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, কৃষক লীগ, মহিলা
আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী
ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও পৃথক কর্মসূচি পালন করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য আওয়ামী
লীগ, সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।