বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি নেয়া হয়েছে হোম গ্রাউন্ড
মিরপুরে। বেলা ১২টা পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই থাকবে বৈশ্বিক টুর্নামেন্টের
এই শিরোপা।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৮টা ৩৭ মিনিটে হোটেল লা মেরিডিয়ান থেকে শিরোপা
নিয়ে আসা হয় মিরপুরে। তবে প্রায় ১ ঘণ্টা পরে ৯টা ৪০ মিনিটে স্টেডিয়ামে ট্রফি উন্মুক্ত
করা হয়। জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক
ও গণমাধ্যমের জন্য ট্রফিটি উন্মুক্ত থাকবে দুপুর ১২টা পর্যন্ত। আগামীকাল সাধারণ দর্শকরাও
এ ট্রফি দেখার সুযোগ পাবেন।
এর আগে প্রথম দিনে বৃষ্টি উপেক্ষা করেই শেষ হয় প্রথমদিনের বিশ্বকাপ ট্রফির
ভ্রমণ কার্যক্রম। আইসিসির চাওয়া অনুযায়ী যে দেশে ট্রফি যাবে সেই দেশের আইকনিক স্থাপনার
সামনে ফটোসেশন করা হবে বিশ্বকাপ ট্রফি। আর সেজন্যই বিসিবি সোমবার পদ্মা সেতুতে ফটোসেশন
করার সিদ্ধান্ত নেয়।
আরআই