বঙ্গমাতার জন্মবার্ষিকীতে চাটমোহরে সেলাই মেশিন পেলেন ৭ মহিলা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৮ অগাস্ট ২০২৩

পাবনার চাটমোহরে ৭ জন দরিদ্র মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা এসব মহিলার হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী (৮ আগস্ট) উপলক্ষ্যে সেলাইমেশিন বিতরণের উদ্যোগ নেয় মহিলা বিষয়ক অধিদপ্তর।

চাটমোহর উপজেলা প্রশাসন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমুখ।

 

বিডি/সিিএমকে


মন্তব্য
জেলার খবর