আটঘরিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
০৮ অগাস্ট ২০২৩

পাবনার আটঘরিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও  সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন। বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ, ওসি আনোয়ার হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন,  বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমুখ।

এদিকে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়। জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন। এদিন বিদ্যালয়টির সাবেক ছাত্র ৪১তম বিসিএস উপজেলা মৎস্য অফিসার ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সোহানুর রহমানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

 

বিডি/আফতাব হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর