এএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই,ঘোষিত তারিখেই পরীক্ষা শুরু

রবিউল ইসলাম
০৮ অগাস্ট ২০২৩

এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘অনেক আগে থেকেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। তারিখ পেছানো যাবে না। নির্দিষ্ট তারিখেই পরীক্ষা হবে।’

 

মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সব পরীক্ষার আগে দেখি পরীক্ষার্থীদের একটা অংশ বলে পরীক্ষা পেছাও। আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও দেখে দেখে অভ্যস্ত যে কলেজে-স্কুলে পরীক্ষা পেছাও। যারা দাবি করে, তারা বলে যে আমি পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। ভালো করে পড়ে তৈরি হবে। কিন্তু আসলে এটা অযৌক্তিক।’

 

তিনি বলেন, ‘এবার শিক্ষার্থীরা যেসব দাবিতে আন্দোলন করছে তার মধ্যে একটি হলো আইসিটি বিষয়ে পরীক্ষা বাতিল করা। তাদের জন্য এ বিষয়ে পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে। ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর আর লিখিত অংশে থাকবে ৫০ নম্বর। লিখিত অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ অংশে ২০ নম্বর থাকবে। একটি বিষয় তো সমাধান হয়েই গেল।’

 

মন্ত্রী বলেন, ‘পরীক্ষা যে ১৭ আগস্ট শুরু হবে, এটা অনেক দিন আগেই ঘোষণা দেওয়া আছে। শিক্ষার্থীদের অধিকাংশই এ সময়টা সামনে রেখে নিজেকে তৈরি করেছে এবং তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে।’

 

নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে বলে জানান মন্ত্রী।এ সময় আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর