সরকার আবারও যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চায়: ফখরুল

রবিউল ইসলাম
০৮ অগাস্ট ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আবারও যেনতেনভাবে একতরফা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। সরকার একতরফাভাবে ক্ষমতায় যেতে বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধীদলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে। বিদেশিদের দেখাতে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে জনগণের সাথে তারা প্রতারণা করছে।

 

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

 

তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যাই হোক, এ আইনের বাতিল চায় বিএনপি। এ আইন মানুষের অধিকার, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে আইন; এটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু না।

 

ফখরুল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের দেয়া রায়ের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থায়ী কমিটি। তিনি বলেন, অবৈধ শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে। একই সঙ্গে প্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।

 

বিএনপি যাতে নির্বাচনে যেতে না পারে, সে চেষ্টা করছে সরকার অভিযোগ করে তিনি আরো বলেন, বিএনপির সব কার্যক্রমে সরকার বাধা দিচ্ছে। বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সরকারের পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর