তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে। সারাদেশে বৃষ্টি আর
বৃষ্টি। দিনভর বৃষ্টি। এর আগে প্রচণ্ড দাবদাহে নাকাল হয়েছিল মানুষের জীবন। কেবল বাংলাদেশ
নয়, প্রচণ্ড দাবদাহের সাক্ষী হয়েছে বিশ্ব। মগলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ুবিষয়ক
পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, চলতি বছরের জুলাই ছিল
বিশ্বের বুকে সবচেয়ে উষ্ণতম মাস।
তারা বলছে, ২০১৯ সালের জুলাই মাসে বিশ্বের সর্বোচ্চ গড় তাপমাত্রা ১৬ দশমিক
৬৩ ডিগ্রি (৩২ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড করা হয়েছিল। তবে গত মাসে এর চেয়েও শূন্য দশমিক
৩৩ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা ছিল।
তবে চলতি বছরের জুলাই মাসটি ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত সব জুলাই মাসের
তুলনায় শূন্য দশমিক ৭২ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ ছিল।
কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের উপপরিচালক সামান্থা বার্জেস বলেন,
‘আমরা গত জুলাই মাসে বৈশ্বিক বায়ুমণ্ডল ও মহাসাগরের পৃষ্ঠের রেকর্ড তাপমাত্রার সাক্ষী
হলাম। এ রেকর্ড তাপমাত্রা মানুষ ও এ গ্রহ উভয়ের জন্য খারাপ পরিণতি ডেকে আনবে।’
আরআই