‘এবারের বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ’

International
০৮ অগাস্ট ২০২৩

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর বসতে যাচ্ছে ভারতে। হাতে বেশি সময় নেই। দরজায় কড়া নাড়ছে। ঘরে শিরোপা তুলতে ছক কশছেন অংশগ্রহণকারী দল। নিজেদের প্রস্তুত করে তুলছেন সবাই। পিছিয়ে নেই বাংলাদেশও। ওয়ানডে পরমেটে যেকোনো দলের ঘাম ঝরানোর সক্ষমতা আছে টাইগারদের। এবারে বিশ্বকাপ তাই অন্যবারের মতো হবে না। এমনটাই মত মুশফিকুর রহিমের।

 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের প্রস্তুতি ক্যাম্প চলাকালে সাংবাদিকদের সাথে কথা বলেন মুশফিকুর রহিম। মুশফিক বলেন, আগের সব বিশ্বকাপের চেয়ে এবার আরও ভালো করবে বাংলাদেশ দল।

 

এদিন অনুশীলনের ফাঁকে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে আসেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবারের বিশ্বকাপের আগে চারটি ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়কের। এবারের বিশ্বকাপে নিজের সবটা উজাড় করে দেবেন তিনি।

 

মুশফিক বলেন, ‘কাগজে কলমে যতই ভালো হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো করবে, তারা জিতবে। আর অভিজ্ঞতার ব্যাপারটা যেটা, তা হলো আমি অনেক ভাগ্যবান, গত চারটা বিশ্বকাপ খেলেছি। যদি এ বছর (বিশ্বকাপ) খেলে থাকি, তাহলে অবশ্যই চাইব যেন গত চার বিশ্বকাপের চেয়েও বেশি ভালো ফল করতে পারি।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর