নিজেদের রোডম্যাপ অনুযায়ী দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্পন্ন করতে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় ৬৮টি সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করেছে তারা। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকলে ১৫ কার্যদিবসের মধ্যে ইসিকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। আপত্তি নিষ্পত্তির মাধ্যমে চুড়ান্তভাবে বাছাই করা প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণ সংস্থা হিসেবে পাঁচ বছরের জন্য অন্তর্ভুক্ত করবে ইসি।
মঙ্গলবার (৮ আগস্ট) ইসির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের নিবন্ধন করা ১১৮ পর্যবেক্ষক সংস্থার পাঁচ বছরের মেয়াদ গত ১১ জুলাই শেষ হয়ে গেছে।
এদিকে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাবি, আপত্তি, অভিযোগ সংক্রান্ত বিষয়ে বুধবার (৮ আগস্ট) গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি।
জানা গেছে, দেশের ২০৬টি বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন পেতে ইসির কাছে আবেদন করে। এ বিষয়ে ইসির গঠন করা সাত সদস্যের একটি কমিটি তাদের আবেদন যাচাই-বাছাই করে, ৬৮টি সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করে। এর আগে পর্যবেক্ষক সংস্থা হিসেবে ইসির নিবন্ধন থাকা ১১৮টি সংস্থার মধ্যে ৪০টি নতুন করে নিবন্ধন পেতে আবেদন করে এবার।
বিডি/এন/এমকে