দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। সব দল নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত। বাংলাদেশও
পিছিয়ে নেই। তবে ওয়ানডে দলের ক্যাপ্টেন এখনও চুড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
(বিসিবি) পরিচালকেরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়ক করার।
তবে সাকিবের সম্মতি না পাওয়া অবদিদ বিষয়টি চুড়ান্ত হচ্ছে না।
এদিকে এশিয়া কাপের জন্য দল ঘোষণার সময়-সীমা বেধে দিয়েছে আইসিসি। ১২ আগস্টের
মধ্যে করতে হবে দল ঘোষণা। বিসিবি ওই তারিখের আগেই দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।
৩ আগস্ট ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপরে সাকিবসহ
লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নাম আসে অধিনায়ক হিসেবে। তবে বিসিবি ৮ আগস্ট জরুরি
এক সভা করে সাকিবকে অধিনায়ক করার পক্ষে মত দিয়েছে বলে জানিয়েছেন বোর্ডের এক কর্তা।
আরআই