এশিয়া কাপে একাদশে থাকবেন মাহমুদউল্লাহ!

রবি
০৯ অগাস্ট ২০২৩

ফর্মে না থাকাসহ না কারণে দলের বাইরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে আগামী এশিয়া কপে তার দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আনুষ্ঠানিভাবে কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুশীলনে ফিরেছেন। হাসি-খুশি মেজাজেই সবার সাথে কথা বলছেন। এর আগে ফিটনেস টেস্টেও দারুণ করেছেন।

 

সামনে বিশ্বকাপ। বেশিদিন বাকী নেই। সময় বেশ অল্প। দলকে গোছাতে হবে। বিশ্বের সেরার মুকুট ঘরে তোলার জন্য সবধরনের কৌশল প্রয়োগ করতে চায় বিসিবি। দলের কথা ভেবেই হয়ত সিনিয়রদের রাখতে চায় বিসিবি। এজন্য মাহমুদুল্লাহকে হয়ত একাদশে রাখতে চায়।

 

এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে চুক্তিতে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে অনুশীলন। বিসিবি ঘোষণা না করলেও ৩২ সদস্যের স্কোয়াডের কথা শোনা গিয়েছিল। তবে পরে জানা যায়, এশিয়া কাপের জন্য কয়েকদিন পর প্রাথমিক দল ঘোষণা হবে ২০ থেকে ২২ সদস্যের এবং সে দলে কোনোভাবেই জায়গা পাবেন না মাহমুদউল্লাহ রিয়াদ। প্রধন কোচ চান্ডিকা হাথুরুসিংহেও নাকি তাকে দলে চান না।

 

কিন্তু চোখের পলকেই ঘুরে গেছে ভাগ্যের চাকা। জানা গেছে, জাতীয় দলের ৭ নম্বর পজিশনের জন্য মাহমুদউল্লাহ এখন বড় ক্যান্ডিডেট। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি বোর্ড।

 

আরআই


মন্তব্য
জেলার খবর