অনেকেরই একটা বয়সের পর দাঁতের রঙ পরিবর্তন হতে শুরু করে। বিবর্ণ হয়ে কালচে, হলুদ বা বাদামী ছোপ পড়তে পারে। খাদ্যাভাস ঠিক না থাকা, সঠিকভাবে ব্রাশ না করা, অত্যাধিক মাউথওয়াশ ব্যবহার করা, ধূমপানের অভ্যাস ইত্যাদি নানা কারণে দাঁতের এনামেলের রঙ হারিয়ে যেতে থাকে। দাঁতের এই বিবর্ণ ভাব যে কারো ব্যক্তিত্বে প্রভাব ফেলতে পারে।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে দাঁতের রঙ ফিরিয়ে আনা যায়। যাদের এই সমস্যা রয়েছে তারা স্কেলিং করিয়ে বিবর্ণ হয়ে যাওয়ার সমস্যা প্রতিরোধ করতে পারেন। তবে এর জন্য আরেকটি পদ্ধতিও রয়েছে। একে জুন পদ্ধতি বলা হয়। এতে রাসায়নিক পদার্থ হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করে দাঁত সাদা করা হয়।
এছাড়া দাঁতের সাদা রঙ ধরে রাখতে, দিনে দু’বার ব্রাশ করা উচিত। সবসময় সঠিক ব্রাশ করার কৌশল এবং কম মাউথওয়াশ ব্যবহার করে দাঁতের রঙ ধরে রাখা সম্ভব। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক গ্লাস জলে এক চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে একটি ছোট স্প্রে বোতলে ভরে দাঁতের গোড়ায় ব্যবহার করল্র দাঁত বিবর্ণ হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
দাঁতের রঙ বিবর্ণতা হওয়ার পেছনে আমাদের পান করা পানিও দায়ী। পানিতে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকার কারণে অনেকসময়ই দাঁতের ভেতর থেকে অনেক পরিবর্তন ঘটে এবং ফলে দাঁতের রঙ হলুদাভ, সবুজ বা কালো দেখায়। গর্ভাবস্থায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে, আবার দাঁতে যেকোনও আঘাতের কারণেও রঙ পরিবর্তিত হতে পারে। দাঁতের রঙ ফেরত পেতে স্থায়ী সমাধান হিসেবে ক্রাউন বা ভেন ইজ বা ক্যাপ ব্যবহার করা যেতে পারে।