বলিউডের অন্যতম জনপ্রিয় নায়কদের একজন অভিনেতা হৃতিক রোশন। ২০০০ সালে ‘কহো না প্যার হ্যায়’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন পরিচালক রাকেশ রোহশনের পুত্র হৃতিক। প্রথম ছবিতেই অভিনয় ও দুর্দান্ত নাচের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে ছোটবেলায় স্কুলে পড়াকালীন এই তারকাকেই নাকি হেনস্থার শিকার হতে হয়েছিল। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শৈশবে পাওয়া এ কষ্টের কথা জানান তিনি।
‘কোয়ি... মিল গয়া’ ছবিতে স্পেশাল চাইল্ডের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক। তার অভিনীত চরিত্র রোহিতকে স্কুলে পড়াকালীন ঠাট্টা-মশকরার শিকার হতে দেখা যায়। নায়ক জানান তার নিজের শৈশবের অনুপ্রেরণায় চরিত্রটি সাজানো করা। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছোটবেলায় স্কুলে আমাকেও কত বার হেনস্থার শিকার হতে হয়েছে। আমার সাইকেল নিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। খুব প্রিয় সাইকেল ছিল ওটা আমার। ছবিতে রোহিতের স্কুটি ভেঙে দেওয়া হয়েছিল। যদিও পুরো বিষয়টাই কাকতালীয়। তবে ওই দৃশ্যে অভিনয় করতে গিয়ে আমি নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম।’
২০০৩ সালে ‘কোয়ি... মিল গয়া’র পর হৃতিক ‘কৃশ’ ও ‘কৃশ ৩’ সিনেমা করেন। আপাতত ‘কৃশ ৪’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা।