সুজনকে বিদ্রুপ ইনজামামের, ভক্ত মহলে সমালোচনার ঝড়

১০ মার্চ ২০২১

ভারতের রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ বেশ জমে উঠেছে। এতে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যােন্ডর সাবেক খেলোয়াড়রা অংশ নিয়েছেন। সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের নেতৃত্বে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন খালেদ মাসুদ পাইলট, খালেদমাহমুদ সুজনসহ বাংলাদেশের সাবেক তারকারা।
এর মধ্যে সুজনের বোলিং অ্যাকশান নিয়ে সমালোচনা করে ভাইরাল হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এক উর্দু ভিডিও বার্তায় ইনজামাম বলেন, একটি ইনিংসে তাদের দলের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ। তিনি সাধারণ মানের মিডিয়াম পেসার ছিলেন। তিনি আমাকে বল করলেন। আমি তা উঁচু করে মেরে (অঙ্গভঙ্গি করে দেখিয়ে) গালিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাই। তখন আমি চিন্তা করতে থাকি, খালেদ মাহমুদের বলে যদি এভাবে আমি আউট হয়ে যাই তবে এটাই হয়ত আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়ে জানালেন যে, ক্রিকেটে আমার ক্যারিয়ার শেষ। আমাকে দিয়ে আর এ খেলা হচ্ছে না।
তবে সুজনকে নিয়ে ইনজামামের এমন ব্যাঙ্গাত্মক বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রিকেটপ্রেমী। তার মতো কিংবদন্তির অন্যদেশের ক্রিকেটারকে সম্মান জানানো উচিত বলে মনো করেন তারা এবং এমন অবিবেচকের বক্তব্য তাকে মানায় না।

আরআই 


মন্তব্য
জেলার খবর