নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের একটি ওয়াটার হাউজের (জলাশয়) পানি থেকে জমিলা খাতুন (৬৫) নামের এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকালে শহরের ঘোড়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জমিলা খাতুন একই এলাকার মৃত ওমর আলীর স্ত্রী। গোলাহাট পুলিশ ফাঁড়ি থেকে ১০০ গজ দূরে রেলওয়ে কলোনি এলাকার ওই জলাশয়ে তাকে ভাসতে দেখতে পান এলাকাবাসী। এরপর সকাল ৭ টার দিকে বৃদ্ধার পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
জমিলার ছেলে মুরাদ হোসেন জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই দিন ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। সকালে এলাকায় তাঁকে খোঁজাখুঁজি করেছি। পরে স্থানীয়দের কাছে শুনে ওই জলাশয়ে যাই। এরপর মায়ের লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে আসি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অপ্রকৃতস্থ ওই বৃদ্ধার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পুলিশ সুরতহাল তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে