কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল প্রকাশ

রবিউল ইসলাম
১০ অগাস্ট ২০২৩

২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখের একদিন আগে ফল প্রকাশ করল ভর্তি পরীক্ষা কমিটি।

 

ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, এ বছর ১৮ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পাশ করেছে। সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৫ এবং সর্বনিম্ন ৪৫। গত ২০২১-২২ শিক্ষাবর্ষে সর্বনিম্ন ৬২ নম্বরে চান্স পেলেও এবারের প্রশ্ন আরও মানসম্মত হওয়ায় ৪৫ পেয়েই চান্স পেয়েছে শিক্ষার্থীরা ।

 

এ বিষয়ে কৃষি গুচ্ছ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঞার জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করাটা বেশ চ্যালেঞ্জিং ছিলো। তবে ভর্তি কমিটির সবার আন্তরিক প্রচেষ্টায় পরীক্ষা থেকে শুরু করে ফল প্রকাশ সব কিছুই অত্যন্ত সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভর্তি প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে।

 

এ বছর ৮টি বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর