খালেদা জিয়া হাসপাতালে কতদিন থাকবেন তা বলা যাচ্ছে না: ডা. জাহিদ

রবিউল ইসলাম
১০ অগাস্ট ২০২৩


লিভার সংক্রমণসহ বেশ কিছু সমস্যার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে পরবর্তী করণীয় সম্পর্কে। হাসপাতালে কত দিন থাকবেন তা এখনই বলা যাচ্ছে না৷

 

বুধবার (৯ আগস্ট) তাকে রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ডা. এ জেড এম জাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, দেশে যতটুকু সম্ভব ততটুকুই চিকিৎসা করা হচ্ছে। তবে তার শারীরিক জটিলতা ও বয়স বিবেচনায় দ্রুত দেশের বাইরে চিকিৎসা প্রয়োজন বলে মনে করছেন বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

 

এর আগে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে জানান চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

 

৭৮ বছর বয়সী বেগম জিয়া হৃদপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর এভারকেয়ারে ভর্তির পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর