অবশেষে যুক্তরাষ্ট্রের সফর শেষ করে দেশে ফিরলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন এ নায়ক।
বিমানবন্দরে নেমে শাকিব খান সংবাদমাধ্যমকে বলেন, প্রিয়তমার যে সাফল্য একটা কথাই বলব, যেটা আমি সবসময় চাই, যেদিন আমাদের সিনেমা পৃথিবীর উন্নত কোনো দেশে মাল্টিপ্লেক্সে অফিশিয়ালি হলিউড-বলিউড সিনেমার পোস্টারের সঙ্গে থাকবে। সেখানে আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে। এবার প্রিয়তমায় কিন্তু সেই ব্যাপারটাই হয়েছে। প্রিয়তমা এমন একটি সিনেমা হয়েছে যেটা শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীময় আমেরিকা, কানাডা, লন্ডন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে প্রিয়তমার যে জোয়ার বইছে, যে ভালোবাসা দেখাচ্ছে—সেটি বাংলা সিনেমার জন্য নতুন পথ উন্মোচন হলো। আমরা নতুন একটা অবস্থানের দিকে যাচ্ছি।
জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘প্রিয়তমা’ সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে। আর সিনেমাটির মুক্তি উপলক্ষ্যেই ২ জুলাই আমেরিকা যান ঢালিউড কিং খান। সেখানে সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে ভালো পারিবারিক সময়ও কাটান তিনি।
শোনা যাচ্ছে, শাকিব খানকে নিয়ে নির্মাতা অনন্য মামুন প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করবেন। ‘দরদ’ নামের এই সিনেমাটির শুটিং শুরু হবে তাড়াতাড়ি। ছবিটি বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের কোনো নায়িকা। তবে এ ব্যাপারে এখনো শাকিব খানের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।