ত্বকে দেখা দিলেই সতর্ক হোন, হতে পারে ক্যানসারের লক্ষণ

International
১০ অগাস্ট ২০২৩

মাঝে মধ্যে শরীরের নানা জায়গায় আঁচিল উঠতে দেখা যায়। সাধারণত এসব আঁচিলকে আমরা আমলে না নিলেও ক্রমাগত ত্বকে আঁচিল উঠতে থাকা মোটেও ভালো লক্ষণ নয়।

 

আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভাস, রাসায়নিক দ্রব্য মিশ্রিত প্রসাধনীর বহুল ব্যবহার ত্বকের ক্যানসারের ঝুঁকি ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। অঙ্গভেদে যদিও ক্যানসারের লক্ষণও আলাদা তবুও ত্বকের ক্যানসারের বেশ কয়েকটি উপসর্গের মধ্যে অন্যতম হল ঘাড়ে, মুখে এবং কানের কাছে মাংসপিণ্ড তৈরি হওয়া যাকে আমরা আঁচিল বলে থাকি। চিকিৎসার পরিভাষায় একে বলা হয়বেসাল কার্সিনোমা

 

মূলত সূর্যের আলো শরীরের যে সব অংশ স্পর্শ করে, সেই অঙ্গগুলোতে এই ধরনের উপসর্গ দেখা যায়। কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের সবচেয়ে বড় কারণ। তবে সব আঁচিলে কিন্তু চিন্তার কারণ নেই। যদি আঁচিল ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তবে তা ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে। তাই ঝুঁকি না নিয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়াই ভাল।

 

জেনে নিন কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?

১। ত্বকে বাদামি, কালো বা গাঢ় নীল রঙের কোনো দাগ হঠাৎ দেখা দিলে,

২। ত্বকের উপর মোমের মতো সাদা রঙের কোনও মাংসপিণ্ড উঠেছে কিনা, যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে,

৩। ত্বকে কোনো ক্ষত সৃষ্টি হয়ে সেখান থেকে রক্তপাত হতে পারে।

৪। ত্বকে কোনও অংশে দাগ দেখা দিলে আর সেই দাগের জায়গায় চুলকানি ব্যথা হলে।

৫। সারা গায়ে আঁচিলের মতো মাংসপিণ্ড ছড়িয়ে পড়লে সময়ের সাথে বাড়তে থাকলে।

 

উপরের যেকোনো একটি সমস্যা যদি ঘাড়, কান বা মুখের কোথাও দেখতে পান তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


মন্তব্য
জেলার খবর