ধরুন
হঠাৎ বন্ধুদের সাথে আড্ডার দাওয়াত পেয়েছেন। ঝটপট তৈরি হয়ে বের হতে হবে। কিন্তু গোসল করতে গিয়ে দেখলেন শ্যাম্পুর বোতল খালি। এখন চুল না ধুয়ে বাইরে
বের হওয়ায় সম্ভব নই। তাহলে কী করবেন আপনি?
এই টিপস জানা থাকলে ঘরোয়া দুটো উপাদান ব্যবহার করেই শ্যাম্পু ছাড়াই চুল পরিষ্কার করে ফেলতে পারবেন সহজেই।
শ্যাম্পুর
খুব চমৎকার বিকল্প হতে পারে দই ও লেবু।
প্রাকৃতিক এই দুটি উপাদান
চুলের জন্য কন্ডিশনার এবং ক্লিনজার হিসেবে কাজ করে। এছাড়া লেবু
মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রেখে খুশকিও দূর করে। দই চুলের উজ্জ্বলতা
বৃদ্ধি করে চুলকে আকর্ষনীয় করে তোলে। তাই দইয়ের সাথে লেবুর রস মিসিয়ে চুলে
লাগান। কিছুক্ষণ রেখে তারপর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন চুল হবে ঝলঝলে ও মসৃণ। সেই
সাথে লেবুর প্রাকৃতিক ঘ্রাণ আপনাকে ভুলিয়ে দেবে শ্যাম্পু না থাকার শোক।
এছাড়াও
শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা মাথার ত্বকের আর্দ্রতা রক্ষা করে। অ্যালোভেরা জেল মাথার ত্বকে এবং চুলে তাজা লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দেখবেন চুল হবে ঝলমলে।