সড়কে ব্যারিকেড দিয়ে চালক ও যাত্রীদের অর্থ-মোবাইল লুট, গ্রেফতার-২

আবু ইউসুফ, নওগাঁ
১০ অগাস্ট ২০২৩


নওগাঁর মহাদেবপুর সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীসহ বিভিন্ন যানবাহন চালকদের টাকা পয়সা ও মোবাইল লুটের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় একজন মামলা করার পর বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে তাদের গ্রেফতার তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছে থেকে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুট করা জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারসহ জিনিসপত্র উদ্ধারের তথ্য জানানো হয়। 
গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে শরিফুল ইসলাম (২৩) ও গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের মানিরুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন (২৪)। 
গত ৫ আগস্ট রাত ১টার দিকে উপজেলার মহাদেবপুর-পোরশা পাকা সড়কের বিশ্বনাথপুর মুখইর নামক স্থানে অটোচার্জার দিয়ে সড়কে ব্যারিকেড দেয়  একদল দুর্বৃত্ত। এ সময় তারা বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মারপিট করে ও অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইলফোন লুট করে।

এদিকে এ ঘটনায় হাতুড় ইউনিয়নের বনগ্রাম গ্রামের মৃত বুদ্ধেশ্বর ওড়াওয়ের ছেলে মিলন ওড়াও মহাদেবপুর থানায় একটি মামলা করেন ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিডি/সি/এমকে 


মন্তব্য
জেলার খবর