বর্ষার সিজন এলেই রাজধানীতে মশার উপদ্রব বাড়ার সাথে সাথে ডেঙ্গুর প্রকোপ
বাড়ে। এবছর ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানীতে ডেঙ্গু আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর জন্য জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব এবং মানুষের অসচেতনাকে দায়ী করেছেন স্থানীয়
সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের
বৈরী প্রভাব এবং মানুষের অসচেতনতার কারণে এটা হচ্ছে। আবহাওয়াজনিত কারণে সারাদেশেই
এডিস মশা ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে ডেঙ্গু সংক্রমণ বেড়ে গেছে। তবে ঢাকাসহ শহরকেন্দ্রিক
ডেঙ্গু আক্রান্তের হার তুলনামূলক বেশি।
তিনি আরো বলেন, এ বছর কেবল ঢাকাই না, সারাদেশে এডিস মশার প্রাদুর্ভাব দেখা
যাচ্ছে। দুঃখজনকভাবে মৃত্যুও হচ্ছে। এবার শহরকেন্দ্রিক এডিস মশা মাত্রাতিরিক্ত। মশা
নিয়ন্ত্রণ আমাদের কার্যক্রমে কোনো ঘাটতি থাকলে আপনারা (সাংবাদিকরা) রিপোর্ট করুন,
আমরা সে অনুসারে ব্যবস্থা নেব।
আরআই