কানাডায়
গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। ১৩ ফেব্রুয়ারি দুর্ঘটনার
পর থেকেই হাসপাতালে ভর্তি কুমার বিশ্বজিতের ছেলে। খবর পেয়ে কানাডায় ছুটে গিয়েছিলেন বাবা কুমার বিশ্বজিৎ।
দীর্ঘদিন
ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন নিবিড় এখন ভালো আছেন। সুস্থ হয়েছেন অনেকটা।দেশীয় একটি সংবাদমাধ্যমকে কুমার বিশ্বজিৎ জানান, ধারাবাহিকভাবে চিকিৎসা চলছে। নিবিড় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছে।
ছেলের
জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের একমাত্র ছেলে নিবিড় এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তার বর্তমান অবস্থা শঙ্কামুক্ত। তবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও কিছুদিন সময় লাগবে। এর কারণ তার
মারাত্মক কিছু ইনজুরি হয়েছে। এগুলো সেরে গেলেই সে স্বাভাবিক জীবনে
ফিরে আসতে পারবে। আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য।
কানাডার
টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ের দুনদাস স্ট্রিট ওয়েস্টে ১৩ ফেব্রুয়ারি রাত
সাড়ে ১১টায় এক ভয়াবহ সড়ক
দুর্ঘটনা ঘটে নিবিড়ের। সেই গাড়িতে নিবিড়ের সঙ্গে আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন। নিবিড় ছাড়া তারা তিনজনই এ দুর্ঘটনায় নিহত
হয়েছেন। ঘটনাস্থলে দুজন আর হাসপাতালে নেওয়ার
পর একজন মারা যান। নিহতরা হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত।