কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় ১০ জনকে আটক ও জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাত সাড়ে তিনটার দিকে দই খাওয়ার চর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা- শফি আলম (২৫), সুজন মিয়া (৩৩), জিয়ারুল হক (২৯), শাহাব উদ্দিন (৩০), নুরুজ্জামান শেখ (৪০), আজাদ (৩০), আদম আলী (৩৮), মাইদুল ইসলাম (৪০), জহুরুল ইসলাম (৩৮) এবং আশাদ খাঁ (৩৫)।
উলিপুর থানার ওসি গোলাম মুর্তজা জানান,আটক ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে । তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়ার মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, প্রায় প্রতিদিনই জেলার প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করা হচ্ছে। জুয়ার কুফল বিষয়ে নানাভাবে মানুষকে সচেতন করছে পুলিশ। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে পুলিশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিডি/রোকন/সি/এমকে