আজ যেসব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রবি
১১ অগাস্ট ২০২৩

দেশে মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাব বর্তমানে কমেছে। সেইসাথে কমেছে বৃষ্টিও। এর প্রভাব কমলেও দেশের সব বিভাগেই আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়া অফিস আরও বলছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, ‍উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার (১২ আগস্ট) আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

 

চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন দেশের সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বান্দরবান ও কক্সবাজারের কুতুবদিয়ায়। 


মন্তব্য
জেলার খবর