সিলেটে চাঞ্চল্যকর আব্দুস সালাম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ৩৩ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
১৬ বছর বয়সে হত্যা করার পর থেকে গ্রেফতারের আগ পর্যন্ত পলাতক ছিল মাসুক মিয়া নামের এ আসামি।
শুক্রবার (১১ আগস্ট) রাত আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দের করগাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের চরন মিয়ার ছেলে।
জানা যায়, ১৯৯০ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার পুরকায়স্থ বাজার হতে করগাঁও যাওয়ার পথে ছুরিকাঘাত করে আব্দুস সালামকে হত্যা করে মাসুক মিয়া। হত্যার পর চট্রগ্রাম পালিয়ে যায়। সেখানে ৫/৬ মাস থাকার পর ভারতে চলে যায়। সেখানে ৩৩ বছর অবস্থানকালে মাঝে মধ্যে ছদ্মবেশে দেশে আসতেন ।
সম্প্রতি আবারও দেশে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।
বিডি/সাকিব আল মামু
ন/সি/এমকে