চুলের সৌন্দর্য নষ্টে উকুন যেমন একাই একশ। আবার সবার সামনে হঠাৎ সম্মুখে এসে আপনার ইমেজও নষ্ট করতে পারে যখন তখন। তাই মাথার উকুন দূর করতে এখনি জেনে নিন ঘরোয়া উপায়।
উকুননাশক শ্যাম্পু দিয়েও উকুন দূর করা যায়। কিন্তু এই শ্যাম্পুর ক্যামিলেল উপাদান উকুন দূর করলেও চুলের স্বাস্থ্য নষ্ট করে দেয়। তাই ভরসা রাখতে পারেন ঘরোয়া এই উপায়ে।
১। চুলের উকুন করতে নিয়মিত গোসলের পর ভেজা চুল আঁচড়াতে হবে। মাথার চুল ভেজা অবস্থায় উকুন দ্রুত নড়াচড়া করতে পারে না। তাই তখন চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল দুইভাগ করে আঁচড়ালে সহজেই মাথার সব উকুন বেরিয়ে আসে। তবে কাজটি নিয়মিত করতে হবে। আবার এই পদ্ধতিতে উকুন বের করতে শুকনো তোয়ালেরও ব্যবহার করতে পারেন।
২। চুলে উকুন দূর করতে ব্যবহার করুন নিমের তেল। নারকেলের তলের সাথে কিছু নিম পাতা মিশিয়ে ভেজে নিন। তারপর ছেকে সেই তেল মাথার ত্বক সহ চুলে লাগান। এরপর চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আচড়ালে দেখবেন চিরুনিতে উকুন আটকে গেছে।
পাশাপাশি চেষ্টা করুন সব সময় চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখতে। অপরিষ্কার মাথার ত্বকেই উকুন দীর্ঘস্থায়ী হয়।
সূত্র: বোল্ড স্কাই