রাঙামাটিতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৬ জন মারা গেছেন। নিহতদের মধ্যে
৪ জনই শিশু। শুক্রবার দুপুরের মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে বাঘাইছড়ি
উপজেলা ৪ জন, নানিয়চর ও বরকল উপজেলায় একজন করে রয়েছেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
মৃতরা হলো: বাঘাইছড়ির উপজেলার করেঙ্গাতলী ইউনিয়নে রাহুল বড়ুয়া (১০),
খেদারমারা ইউনিয়নের হীরারচরে জুনি চাকমা (৭), সাজেকের ভাইবোন ছড়ায় মেনকা চাকমা
(৭), নানিয়চর উপজেলায় ঘিলাছড়ি ধার্য্যাছড়া গ্রামে এক্কোযাইয়া চাকমা (৮০), বরকল
উপজেলায় মাইসছড়ি গ্রামে সুমেন চাকমা (১৯), বাঘাইছড়ি পৌর এলাকার উগলছড়ি গ্রামে জুয়েল
(৭)।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, বন্যার
পানিতে একসঙ্গে এত মৃত্যু খুবই বেদনার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার
প্রতি ২০ হাজার টাকা দেয়া হয়েছে।
আরআই