ওয়ানডে দলের অধিনায়ক সাকিব

রবিউল ইসলাম
১১ অগাস্ট ২০২৩

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। খুব বেশি বাকী নেই। ভারতে বসছে এবারের আসর। বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো। বাংলাদেশও পিছিয়ে নেই। ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি থেকে তামিমের অবসরের ঘোষণার পর কিছুটা সমস্যায় পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শুক্রবার (১১ আগস্ট) বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করায় সে সঙ্কট কেটে গেল।

 

সকিব সম্পর্কে বলতে গিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘ওর পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার, সাম্প্রতিক সময়ে, গত এক বছর ধরে দেখছি, সেটা হচ্ছে সাকিবকে নিয়ে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, ও কতটা সিরিয়াস, কোনো খেলাটা খেলবে কিংবা খেলবে না। এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই, ক্রিকেট নিয়ে।’

 

 

বিসিবি সভাপতি আরো বলেন, ‘আমাদের যে পরিমাণ খেলা, সেগুলো তো খেলছেই, কন্টিসিউয়াসলি খেলে যাচ্ছে। কানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল।’

 

পাপন বলেন, ‘এই যে এখন বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পেয়েছে, আমার কাছে মনে হয়, সে এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট। এটা আমাদের জন্য খুব বড় বিষয়। ওর সামর্থ্য নিয়ে কখনও কোনো সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর