আটঘরিয়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টে শাওন সেরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৩


পাবনার আটঘরিয়ার মিনিবার ফুটবল টুনামেন্টের ফাইনাল' খেলায় শাওন সেরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার(১১ আগষ্ট) বিকালে কদমডাঙ্গা এএন দাখিল মাদরাসা মাঠে এ খেলা হয়।


কদমডাঙ্গা স্পোর্টিং ক্লাবের এ টুর্নামেন্টের আয়োজন করে।

ফাইনাল খেলায়  শাওন সেরা ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে বরুরিয়া সবুজ সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে। সেরা গোল রক্ষক সজল, সেরা গোলদাতা সজীব এবং সেরা খেলোয়াড়  শাহাদুল ইসলাম ওরফে শাহাই হিসেবে নির্বাচিত হয়েছেন। 


ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কদমডাঙ্গা স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল আলিম হোসেন সভাপতিত্ব  করেন । উপস্থিত ছিলেন চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সাইফুল ইসলাম কামাল। 



বিডি/আফতাব হোসেন/সি/এমকে 


মন্তব্য
জেলার খবর