পঞ্চগড়ে বাসের ধাক্কায় আহত ইফাত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকালে পঞ্চগড় সদর উপজেলার চাওয়াই সেতু সংলগ্ন তেঁতুলিয়া- পঞ্চগড় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
ইফাত অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার হাবীবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে পরিবারের সাথে চাওয়াই সেতু এলাকায় নবনির্মিত পার্কে ঘুরতে যায় ইফাত।ইফাতসহ আরেকজন খেলা করছিল।তাদের রেখে ইফাতের বাবা-মা রাস্তা পার হয়ে ফুসকার দোকানে যাচ্ছিলেন।
এদিকে এটা দেখে খেলা বাদ দিয়ে ইফাত মা-বাবার কাছে যাওয়ার জন্য দৌড় দেয়। রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি যাত্রীবাহী বাস গতি নিয়ন্ত্রণ না করে তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। সেখান থেকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে স্থানান্তর করে। রংপুর নেওয়ার পথে রাত ৮ টায় মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে