খুন জখম-বহু অপরাধে অপরাধী, অজস্র পুলিশ কেস মোশারফের নামে!

নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৩

কখনও দলবল নিয়ে বন্দুক হাতে তিনি পাড়ার ত্রাস। নারীদের সঙ্গে সময় কাটানো কখনও আবার অপরাধ জগতের কাজকর্ম সামলানো এগুলোই ‘গ্যাংস্টার’ শ্যামলের জীবন। ভারতের হুগলি প্রদেশের অপরাধ জগতের এক অন্যতম নক্ষত্র তিনি। এবার ওপার বাংলার এই ‘গ্যাংস্টার’ শ্যামলের চরিত্রে দেখা যাবে মোশারফ করিমকে। 


ইতোমধ্যে সিনেমাটির প্রথম টিজারও প্রকাশ পেয়েছে। পরিচালক ব্রাত্য বসুর ‘হুব্বা’র প্রথম লুক প্রকাশের পর থেকেই আলোচনায় এই অভিনেতা। এটি ব্রাত্য বসুর সাথে তার দ্বিতীয় কাজ।


পরিচালক ব্রাত্য বলেছিলেন, “থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচারের মতো বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময় তিনি ভোটেও দাঁড়াতে চান। পুলিশ যতবারই তাকে গ্রেপ্তার করেছে প্রতিবারই সে জামিন পেয়েছে। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মরদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের সেই চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”


‘হুব্বা’ ছবিটি প্রযোজনা করছে কলকাতার ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্‌ কমিউনিকেশন’। এই সিনেমায় ব্যতিক্রমী চরিত্রে মোশারফ করিমকে দেখা যাবে বলে ধারণা দুই বাংলার দর্শকদের। মোশাররফ ছাড়াও এই সিনেমায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসুসহ থিয়েটারের শিল্পীদের।


মন্তব্য
জেলার খবর