ইন্টার মায়ামিতে যোগদানের পর থেকে দারুণ সময় যাচ্ছে আর্জেন্টাইন তারকা ফুটবলার
লিওনেল মেসির। তাকে পেয়ে দলও বেশ খুশি। মেসির পায়ের জাদুতে একের পর এক জয় পেয়েছে দলটি।
শনিবার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শার্লট এফসিকে
৪-০ গোলে উড়িয়ে দিয়েছে।
এদিনও গোলের দেখা পেয়েছেন মেসি। মেসি ছাড়া বাকি তিনটি গোলের দুটি করেছেন
জোসেফ মার্তিনেজ এবং রবার্ট টেলর। অন্য আরেকটি গোল এসেছে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে,
আত্মঘাতী থেকে।
ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় মিয়ামি। স্পটকিক থেকে দলকে এগিয়ে
দেন জোসেফ মার্টিনেজ। মায়ামিতে যোগ দেয়ার পর এ নিয়ে টানা দ্বিতীয়বার পেনাল্টি নেয়ার
সুযোগ পেয়েও সেটা কাজে লাগাননি মেসি। এবারও বল তুলে দিয়েছেন সতীর্থ জোসেফ মার্তিনেজের
হাতে।
ঘরের মাঠে অপ্রতিরোধ্য ফুটবল খেলা মায়ামি বল দখল থেকে শুরু করে আক্রমণ সবকিছুতেই
এগিয়ে ছিল। তবে শার্লটও চেষ্টা করেছে বেশ। প্রতি আক্রমণের সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা
করে বারবারই ব্যর্থ হয়েছে নর্থ ক্যারোলিনার দলটি।
আরআই