মন্তব্য
মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন প্রকারের অবৈধ ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে দিয়ে আর্থিক লেনদেনের (ই-ট্রানজেকশন) অভিযোগে পাবনায় দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার পাবনা জালালপুর বাজার এবং টেবুনিয়া বাজার এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
এরা হলো জেলার আটঘরিয়া উপজেলার থানাপাড়ার মৃত. ইব্রাহিম মোল্লার ছেলে আব্দুর রশিদ (৪০) ও পাবনা সদর উপজেলার জালালপুর বাজার মৃত. গোলাম মোস্তফার ছেলে তরিকুল ইসলাম তন্ময় (২৭)।
পুলিশ জানায়, আটকের সময় তাদের কাছে থেকে ই-ট্রান্সজেকশনে ব্যবহৃত মোবাইল ফোন এবং ট্যাব জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
বিডি /আফতাব হোসেন/সি/এমকে