দীঘির বিরুদ্ধে মামলা

১১ মার্চ ২০২১

তুমি আছো তুমি নেই’ সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, তার বাবা এবং মামা তিনজনের বিরুদ্ধে বুধবার দুপুরে আদালতে মানহানি মামলা করেছেন  প্রবীণ নির্মাতা পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। 

ঝন্টু আরো বলেন, ‘নায়িকাই বলেছে ছবিটি চলবে না। মানুষ যাবে কেন? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।’


মন্তব্য
জেলার খবর